ঢাকা, শনিবার, ৪ মে, ২০২৪

লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে শিল্পকারখানা চলবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী


জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, আসন্ন লকডাউনের মাঝে স্বাস্থ্যবিধি মেনে জরুরি সেবা ও শিল্পকারখানা চালু থাকবে।

শনিবার (৩ এপ্রিল) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় আগামী ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউনে যাচ্ছে সরকার। তবে শিল্পকারখানা চালু থাকবে। কাজ চলবে শিফট অনুযায়ী।

তিনি জানান, আজকের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। প্রয়োজনে লকডাউনের সময় বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে শনিবার দুপুরের দিকে নিজ সরকারি বাসভবনে সংবাদ ব্রিফিংয়ে দেশে এক সপ্তাহের লকডাউনের সিদ্ধান্তের কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ads

Our Facebook Page